Mahfuzur Rahman Manik

রােহিঙ্গা সংকট : তৃতীয় নয়ন একটি অনুবাদ গ্রন্থ। এটি মাহফুজুর রহমান মানিকের প্রথম একক গ্রন্থ। বইটিতে স্থান পেয়েছে ১৬ টি লেখা। যা বিদেশী সংবাদমাধ্যমে প্রকাশ হয়। যাদের অধিকাংশই লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক। একটি লেখা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার; প্রকাশ হয়ে কম্বোডিয়ার খেমার টাইমসে।

প্রকাশিত লেখাগুলোর মাধ্যমে যেমন রোহিঙ্গা সংকটের ঘটনা প্রবাহ জানা যাবে, তেমনি বাংলাদেশ কীভাবে এগিয়ে এসেছে তার স্বরূপ বোঝা যাবে। যেমন কয়েকটি লেখার শিরোনাম, মিয়ানমারে সেনা অভ্যুত্থান রোহিঙ্গাদের জন্য দুঃসংবাদ, রোহিঙ্গাদের সমর্থনে জো বাইডেনের এগিয়ে আসা উচিত, বাংলাদেশ যেভাবে মিয়ানমারকে চাপে ফেলতে পারে, রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ জীবন নিশ্চিত করুন, রোহিঙ্গা সংকট: বিশ্বের লজ্জাজনক নীরবতা ইত্যাদি।

বইটির ভূমিকা লিখেছেন সমকালে সম্পাদক (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসেন (মঞ্জু)। বইটি বোঝার জন্য ভূমিকাটি গুরুত্বপূর্ণ।